দর্পণ ডেস্ক : চোট কাটিয়ে দীর্ঘ সময় পর কোর্টে ফিরেছেন রাফায়েল নাদাল। তবে স্প্যানিশ টেনিস তারকার প্রত্যাবর্তন টুর্নামেন্টটা সুখকর হতে দেননি অ্যান্ডি মারে। আবুধাবিতে ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টুর্নামেন্টের সেমিফাইনালে নাদালকে হারান স্ট্রেট সেটে।
বৃটিশ তারকা মারে ৬-৩, ৭-৫ সেটে পরাজিত করেন নাদালকে। ফাইনালে মারে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। সেমিফাইনালে কানাডার ডেনিশ শাপোভালোভকে ৭-৬ (৫), ৩-৬, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন রাশিয়ার এই টেনিস খেলোয়াড়।
নাদালের বিপক্ষে শেষ পাঁচ বছরে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে কোর্টে নামা হয়নি মারের। শেষবার দুই তারকা মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালে, মাদ্রিদ ওপেনে। নাদালকে সেবার তার ঘরের কোর্টে ৭-৫, ৬-৪ সেটে হারিয়েছিলেন মারে।
যদিও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে মারের বিরুদ্ধে একতরফা এগিয়ে নাদালই। প্রতিযোগিতামূলক ইভেন্টে নাদাল মোট ১৭ বার হারিয়েছেন অ্যান্ডিকে। মারে জিতেছেন মোটে ৭টি ম্যাচ।
দীর্ঘদিন পর নাদালের বিপক্ষে কোর্টে নামতে পেরে আনন্দ প্রকাশ করেছেন অ্যান্ডি মারে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এবং রাফা অনেক কঠিন ম্যাচ খেলেছি। দুজনই ইনজুরি সমস্যার মধ্য দিয়ে আবার কোর্টে ফিরেছি। আবারও নাদালের বিপক্ষে খেলাটা আমার জন্য দারুণ ছিল।’