অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভে আবারো গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গুলিতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে শুক্রবার টায়ার পুড়িয়ে ও ঘুড়ি উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আগের শুক্রবার গুলোর চেয়ে গতকাল বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল।
এদিকে, সাংবাদিক হ্যারি ফওসেট বলেন, আজ বেশ কয়েকবার ইসরায়েলের সেনাবাহিনীকে তাজা গুলি ব্যবহার করতে দেখেছি। ব্যাপকভাবে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।
ফিলিস্তিনি বিক্ষোভকারীরা জানিয়েছেন, ১৪ মে তারা ব্যাপক বিক্ষোভের আয়োজন করবেন। কেননা, ওইদিন তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অর্ধশত নিহত হয়েছেন। তবে, এখনো পর্যন্ত কোনো ইসরায়েলি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্র: লস এঞ্জেলেস টাইমস