অনলাইন ডেস্ক :  বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে ফুপু বাড়ীতে বেড়াতে আসেন ঐ তরুণী। রাতে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ তার।

ভুক্তভোগী ওই তরুণীর সাথে কথা বলে জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গী গ্রামে ঘটনার দিন প্রচণ্ড গরম থাকায় তিনি ঘরের দরজা খুলে বাইরে আসেন। এ সময় হঠাৎ কেউ তার মুখে কাপড় চেপে জোরপূর্বক পার্শ্ববর্তী কাশবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে অভিযুক্তকে তরুণী দেখে চিনতে পারেন। তিনি ফকির ডাঙ্গী গ্রামের মোহন শিকদারের ছেলে রানা(২৬)।

মঙ্গলবার সন্ধ্যায় তরুণীর বড় ভাই চরভদ্রাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।

তরুণীর ফুপু বলেন, ঘটনার দিন আমি ও আমার ভাতিজি এক সাথে ঘুমিয়েছিলাম। আনুমানিক রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে যায়। ভাতিজিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। ঘণ্টাখানেক পর পরান ফকিরের ছেলে ইসমাইল ফকির(২৫) ভাতিজিকে বাড়ি পৌঁছে দিয়ে যায়।

ইসমাইল বলেন,  রাতে  বাড়ী ফেরার সময় টর্চ লাইটের আলোতে মেয়েটিকে দেখতে পাই। ছেলে দৌড়ে পালায়। পরে আমি মেয়েটিকে উদ্ধার করে ওর ফুপুর কাছে পৌঁছে দিয়ে আসি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত বলেন, রানা ও ইসমাইলকে আসামি করে মঙ্গলবার সন্ধ্যায় মামলা করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।