ছবি: সংগৃহীত

রোববার স্থানীয় সময় রাতে রু ডে তাঙ্গার সড়কে অবস্থিত একটি মসজিদে এই হামলা চালানো হয় বলে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে।

হামলা চালানোর পরপরই বন্দুকধারী হামলাকারী স্কুটারে করে পালিয়ে যায়।

এদিকে বন্দুক হামলায় আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানাগেছে। তার উভয় পায়েই গুলি করা হয়েছে। তিনি বর্তমানে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার সময় মসজিদটিতে অন্তত ১৫ জন অবস্থান করছিলো বলে জানাগেছে। হামলাকারীকে গ্রেফতার করতে ফরাসি পুলিশ অভিযান চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।