জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫০ জন অভিনেতা ও অভিনেত্রী।
সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ, তৌকির আহমেদ, ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়াসহ অনেক জনপ্রিয় তারকা।
জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিকটি পরিচালনা করবেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দেবে বাংলাদেশ ও ৪০ শতাংশ দেবে ভারত।
পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, ১৮০ মিনিটের সিনেমাটিতে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম তুলে ধরা হবে বড় পর্দায়। এছাড়া এতে গবেষণার কাজে পরিচালকের সহকর্মী রয়েছেন অতুল তিওয়ারি। তবে কবে থেকে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শুরু হচ্ছে তা এখনো জানানো হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত