সৈয়দ হাসান ইমাম আরমান, বিশেষ প্রতিনিধি:  র‌্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ যা ‘সনি-র‌্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, বাড়ী # ০৭, ব্লক # সি, বনশ্রী মেইন রোড, রামপুরা, ঢাকা -এ তাদের ৮৫ তম নতুন শো-রুম – সনি-র‌্যাংগ্স বনশ্রী সিটিপি -এর শুভ উদ্বোধন বৃহস্পতিবার (১৬ আগষ্ট ২০১৮) করা হয়।

সিঙ্গাপুর থেকে আগত সম্মাানিত অতিথি, সনি সিঙ্গাপুর, আরএমডিসি -এর – মিঃ জয়েল তান উক্ত বনশ্রী সিটিপি -এর শুভ উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে র‌্যাংগ্স ইলেকট্রনিক্স লিঃ -এর জেনারেল ম্যানেজার, মার্কেটিং এন্ড সেল্স – জনাব তানভীর হোসেন; ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং – জনাব মোহাম্মদ জানে আলম, ন্যাশনাল সেল্স ম্যানেজার – জনাব সারওয়ার জাহান চৌধুরী সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল -এর সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সনি-র‌্যাংগ্স বনশ্রী সিটিপি -এ সম্মানিত ক্রেতাগণ এই শো-রুমে পাবেন সনি-র‌্যাংগ্স -এর সব ধরণের পণ্য এবং চলতি স্ট্রাইক গোল প্রমোশন ২০১৮ ও বিগ সেল্ অফার -এর অধিনে ব্রাভিয়া সনি এলইডি টেলিভিশনে ২৫% মূল্য ছাড় সহ পণ্য ভেদে সনি-র‌্যাংগ্স সকল পণ্যে বিশেষ মূল্য ছাড়, সরাসরি ১৬২৪২ নম্বরে এসএমএস রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় প্রতি ১০ দিন অন্তর – টয়োটা গাড়ী সহ ৫১ টি উপহার, পণ্যভেদে একদম ফ্রি উপহার, সাথে জিপি ষ্টার/ বাংলালিংক/ ব্র্যাক ব্যাংক/ পূবালী ব্যাংক/ ইবিএল কার্ড অফার -এর সকল সুযোগ-সুবিধা।

গত ৩৪ বছর ধরে র‌্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্বখ্যাত জাপানীজ সনি ব্রান্ড -এর সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। সম্মানিত ক্রেতাসাধারণের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে ‘সনি-র‌্যাংগ্স’ -এর দেশব্যাপী ৮৫ টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০ টিরও বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে।