প্রধান জামাত থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এদিকে, শুক্রবার দিনভর ভ্যাপসা গরম এবং আজ শনিবার সকালে মেঘলা আবহাওয়ার মধ্যেও সুষ্ঠু-সুন্দর পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।
দীর্ঘ একমাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগিয়ে বছরের বাকী ১১ মাস ভাল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই। তারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এবার নৌ ও বাস দুর্ঘটনা এবং পথে পথে দুর্ভোগ, ভোগান্তি এবং দীর্ঘ যানজট ছাড়া মানুষ নিরাপদে ঘরে ফিরতে পাড়ায় সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে সরকারের লক্ষ্য-উদ্দেশ্য পূরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
কোনো ধরনের বৈরী আবহাওয়া ছাড়াই উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ প্রধান জামাতে শরিক হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র আহ্বান হাবিব কামাল।
উৎসব নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে ঈদ জামাতসহ সর্বত্র নিরাপত্তা জোড়দার করার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান।
বরিশাল বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে ৮টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরগাহ শরীফে সকাল সাড়ে ৮টায় এবং বরিশালের উজিরপুরের গুঠিয়ার দৃস্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ৯টায় প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর অন্যতম প্রধান ৩টি মসজিদ সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় প্রথম ও ১০টায় দ্বিতীয়, চকবাজারের জামে এবাদুল্লাহ্ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় দ্বিতীয় এবং কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, নূরিয়া হাই স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল জামে মসজিদে সকাল ৮টায়, গোরস্থান রোড ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জিলা স্কুল মসজিদে সকাল সাড়ে ৮টায়, ওয়াপদা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং পোর্ট রোড জামে মসজিদে সকাল ৯টায় ও ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে বরিশাল নগরী, বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।