দর্পণ ডেস্ক : ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে একাই লড়ে গেছেন লিটন কুমার দাস। তোলে নিয়েছেন শতকও। তবে শেষ রক্ষা হয়নি। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো।
মঙ্গলবার তৃতীয় দিনের শুরুতে ফলোঅনে পড়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। গুটিয়ে যায় ২৭৮ রানে। মাত্র ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। অধিনায়ক মুমিনুল হক করেছেন ৩৭ রান। ৩৬ রান এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন কাইল জেমিসন। নিল ওয়াগনারের শিকার ৩টি উইকেট। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১২৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। কিউইদের প্রথম ইনিংসে ২৫২ রানের ইনিংস খেলা টম লাথামের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। টুর্নামেন্টসেরা হয়েছেন ডেভন কনওয়ে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.