বাংলাদেশের বায়োমেট্রিক ভোটার আইডি ও ইভিএমের প্রশংসা করলো যুক্তরাজ্যের নির্বাচন কমিশন। বুধবার লন্ডনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে এক সাক্ষাত অনুষ্ঠানে এই প্রশংসা করেন যুক্তরাজ্য নির্বাচন কমিশনের চেয়ার স্যার জন হোমস। 

ওই সাক্ষাত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বায়োমেট্রিক ভোটার আইডি ও ইভিএমের প্রশংসা করে ইউ কে নির্বাচন কমিশন চেয়ার স্যার হোমস এটিও আশা প্রকাশ  করেন যে ভবিষ্যতে যুক্তরাজ্যও তাদের নির্বাচন পদ্ধতি ম্যানুয়েল থেকে ডিজিটালে উন্নীত করবে। নির্বাচন অনুষ্ঠানে শুদ্ধতম প্রক্রিয়া ও তা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে যার যার দেশের প্রেক্ষাপট নিয়ে দুই দেশের  দুই নির্বাচন কমিশন প্রধান পারস্পরিক মত বিনিময় করেন তাদের বৈঠকে। 

নির্বাচনে প্রার্থীদের সীমাবদ্ধতা ও আর্থিক জবাবদিহিতা, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা, পোষ্টাল ব্যালটে বিদেশী নাগরিককে ভোটদান ও কমনওয়েলথ দ্বৈত জাতীয় ভোটদান ব্যবস্থাসহ অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের নির্বাচন কমিশন প্রধান।