
দর্পণ ডেস্ক : ১৩ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে ঢাকা।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী লি। এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লি নাক-ইয়ুন।
তিনি ১৫ জুলাই পর্যন্ত ঢাকায় থাকবেন।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে পৌঁছানোর এক দিন আগে ঢাকায় সফর শেষ করবেন দক্ষিণ কোরিয়ার আরেক বিশিষ্ট নাগরিক ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। জলবায়ুবিষয়ক একটি সম্মেলন উপলক্ষে বান কি মুন আগামী ৮ জুলাই বাংলাদেশে সফর শুরু করবেন। সফর শেষে তিনি ১১ জুলাই বাংলাদেশ ত্যাগ করবেন।
একসময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা বান কি মুন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন। তখন দক্ষিণ কোরিয়ায় তার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জোর দাবি উঠেছিল। কিন্তু বান কি মুন প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা না করে অবসর যাপন ও জনকল্যাণমূলক কাজে সংশ্লিষ্ট থাকার ঘোষণা দেন।
জাতিসংঘের মহাসচিব থাকা অবস্থায় বান কি মুন ঢাকা সফর করেছিলেন।