দর্পণ ডেস্ক : আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। দলের জার্সি পরা সাকিবের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অপেক্ষা ফুরালো, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এখন বাংলা টাইগার্সের আইকন।’
বাংলা টাইগার্স আরো লিখেছে, ‘আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।
‘বাংলা টাইগার্সের পোস্টের পর নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা সব সময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’
সদ্যই দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে নিয়োগ করেছে বাংলা টাইগার্স। এছাড়া বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম দলের মেন্টর হিসেবে আছেন। এছাড়া বিশ্বের বেশ কিছু ক্রিকেটারকে ইতিমধ্যে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.