অনলাইন ডেস্ক : প্রিয় দলটিকে সমর্থন করতে আপনি কি কি করতে পারেন? মাঠে তাদের সমর্থনে গলা ফাটাবেন, গায়ে পতাকা-উল্কি আঁকবেন, বিপক্ষ দলের সমর্থকের সঙ্গে বচসায় লিপ্ত হবে। তবে সৌদি আরবের ফাহাদ আল ইয়াহিয়া যা করেছেন সেটা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। বাইকে চেপে ৭৫ দিনে চার দেশ ও ৫১৪৫ কিলোমিটার পার হয়ে রিয়াদ থেকে মস্কোতে পৌছেছেন তিনি। প্রিয় দলের সমর্থনে এর চেয়ে বেশি কিছু করতে পারেন কি আপনি?
৭৫ দিন আগে এই মহাকাব্যিক যাত্রা শুরু করেন ফাহাদ। রাশিয়া যাত্রার বর্ণনাটা শুনুন তার মুখ থেকেই। ‘রিয়াদের বাদশা প্রিন্স ফয়সাল বিন বানদার আবদুল আজিজ আমাকে জাতীয় পতাকা দেন, মঙ্গলবার সেটা আমি বাশিয়াতে নিয়ে এসে সৌদি দূতাবাসে দিয়েছি।‘
ফাহাদ আরো জানান, বিশ্বকাপে নিজ দেশ সৌদি আরবকে সমর্থন করতেই এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। প্রায় তিন মাসের এই সফরে মাথা ও পিঠে হালকা ব্যথা পেয়েছেন ফাহাদ। একবার লরির সঙ্গে দূর্ঘটনাও বাধিয়েছিলেন তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। প্রথম ম্যাচে থেকেই গ্যালারি নিজ দেশের পতাকা হাতে উপস্থিত থাকবেন ফাহাদ।