দর্পণ ডেস্ক : দুই দফা পিছিয়ে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল এএফসি কাপ। আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রায় সাত মাসের বিরতি দিয়ে এএফসি কাপ মাঠে গড়ানোর কথা ছিল অক্টোবরে। স্বাস্থ্যবিধির কথা ভেবে আগের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে না হয়ে মালদ্বীপেই বাকি ১০ ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়। নতুন সূচি অনুযায়ী এএফসি কাপের পরবর্তী ম্যাচগুলো ২৩, ২৬ , ২৯শে অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গত ১১ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামে। ম্যাচে চমক দেখান আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নাস বার্কোস। একাই ৪ গোল করে বসুন্ধরাকে ৫–১ ব্যবধানে জেতান বার্কোস। এর পরই করোনার কারণে এএফসি কাপ স্থগিত হয়ে যায়। অক্টোবরের ম্যাচ সামনে রেখে সেই বার্কোস আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন। তার কয়েক ঘণ্টা পরই ঘোষণা এল টুর্নামেন্ট বাতিল।