জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচকে ঘিরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ। তবে তাকে বাদ দেয়া হয়নি বরং বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছেন করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সর্বশেষ ১০ ইনিংসে রিয়াদ শুধুমাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বশেষ দুই টেস্টে তিনি যেভাবে আউট হয়েছেন, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তা নির্বাচকদের ব্যথিত করতেই পারে। তারপরও বিশ্রাম দেয়ার লক্ষ্যেই রিয়াদকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন নান্নু। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) এই ব্যাটসম্যান খেলবেন বলেও জানান প্রধান নির্বাচক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম