দর্পণ ডেস্ক :
১১ বছর ধরে সোসিয়েদাদের মাঠে জয়হীন থাকার পর চলতি বছরের জানুয়ারিতে জয় পায় বার্সা। রিয়াল সোসিয়েদাদের মাঠ যেন বার্সেলোনার জন্য একটা আতঙ্ক। শনিবার সোসিয়েদাদের মাঠে শুরুতেই গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে কোচ আরনেস্তো ভালভার্দের দল। স্প্যানিশ লা লিগায় শনিবার ম্যাচটি ২-১ গোলে জিতে গতবারের চ্যাম্পিয়নরা। এদিন নিজ মাঠে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। প্রায় ৪০ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিকে উড়ে আসা বল ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান আরিস এলুসতোন্দো। বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন স্প্যানিয়ার্ড এই ডিফেন্ডার।
৪৩তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে মিডফিল্ডার রুবেন পার্দোর সঙ্গে বল দখলের লড়াইয়ে জেরাড পিকে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে অতিথিরা। তবে ভিডিও রিপ্লে দেখেও তাতে সাড়া দেননি রেফারি। ৬৩তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে পিকের নেয়া হেড বিপদমুক্ত করতে ব্যর্থ হয় সোসিয়েদাদের খেলোয়াড়রা। গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে গোল করে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। ৬৫তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফিলিপ্পে কুটিনহোর বাঁকানো শট দারুণ নৈপুণ্যে ঠেকান গোলরক্ষক। এর পরের মিনিটেই জয়সূচক গোল পেয়ে যায় বার্সা। কর্নার থেকে উড়ে আসা বল হেডে ফিরিয়েছিলেন সোসিয়েদাদের এক খেলোয়াড়। কিন্তু ফাঁকায় পেয়ে যান উসমান দেম্বেলে। পরে জোরালো শটে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। চার ম্যাচের সবক’টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.