দর্পণ ডেস্ক :
বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে তা হবে তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই ভুলের কারণে তাদের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চেঁচিয়ে লাভ নেই, ওই ব্যবস্থা গোরস্তানে চলে গেছে। তা আর কোনোদিন ফিরে আসবে না। আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশ না নিলে বাটিচালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।
শনিবার সন্ধ্যায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা হাইস্কুল মাঠে ১৪ দলীয় জোটের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়। আগামীবার শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হবে। তাই আওয়ামী লীগকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ূয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠাণ্ডু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী লায়লা আরজুমান্দ বিথী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদ মাস্টার প্রমুখ।
এর আগে মোহাম্মদ নাসিম তার শ্বশুর সাবেক শিক্ষা কর্মকর্তা মরহুম খোরশেদ আলমের নামে সোনাতলায় ১০ শয্যার একটি স্বাস্থ্য উপকেন্দ্রের উদ্বোধন করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.