অনলাইন ডেস্ক :

কালো বিকিনি। চোখে সানগ্লাস। সুইমিং পুলের পাশে শুয়ে থাকা এমন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান।

‘বিগ বস ১১’-এ অংশ নিয়েছিলেন হিনা। রিয়ালিটি শো তাকে জনপ্রিয়তা দিয়েছিল ঠিকই। কিন্তু টেলিভিশনের ‘বউ’ হিসেবেই তাকে দর্শক বেশি চেনেন। ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ তাকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। সেই হিনাকে এই পোশাকে দেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেছেন দর্শকদের একটা বড় অংশ।

বর্তমানে বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন হিনা। সেখান থেকেই ছুটির বিভিন্ন ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। কিন্তু তা দেখে রেগে গিয়েছেন দর্শকদের একটা অংশ।

কেউ লিখেছেন, ‘আপনি এ ধরনের ছবি শেয়ার করছেন কীভাবে?’ কেউ আবার লিখছেন, ‘আপনি এত ভাল অভিনেত্রী। দয়া করে নিজের ধর্মের প্রতি কিছুটা শ্রদ্ধা দেখান।’ আবার কেউ লিখেছেন, ‘এ সব কী হচ্ছে হিনা?’

হিনার আগেও পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন বহু অভিনেত্রী। এ প্রসঙ্গে বারবারই একদল পোশাক নির্বাচনের স্বাধীনতার কথা বলেছেন। আর একদলের বক্তব্য, পোশাক যাই পরুন না কেন, তা সোশ্যাল মিডিয়ায় কতটা শেয়ার করা উচিত? তবে হিনা এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

ভারতীয় টেলিভিশনের সিরিয়ালের জনপ্রিয় বউমা হিসেবে অ্যাওয়ার্ড জিতেছেন হিনা। তাকে সনাতন সাজে বউয়ের বেশে দেখে অভ্যস্ত দর্শক। তাই তার হঠাৎ বিকিনি পরা এমন ছবি সহজভাবে দর্শকরা নিতে পারেননি বলে সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘরে জানিয়েছেন তারা।-আনন্দবাজার।