অনলাইন ডেস্ক : ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। সবার মুখে মুখে একটাই কথা। বিদ্যা বালান কি মা হতে চলেছেন? এমন গুঞ্জনের অবশ্য কারণও রয়েছে। সম্প্রতি বিদ্যা বালানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও নিয়েই এতো আলোচনা।
আনন্দবাজারে খববে বলা হয়েছে, আসন্ন ছবি ‘করওয়া’র প্রি-রিলিজ পার্টিতে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে গিয়েছিলেন বিদ্যা বালান। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সালোয়ার-কামিজে দেখা যায় বিদ্যাকে। সেখানেই বিদ্যাকে দেখে অনেকেই মনে করছেন, তিনি গর্ভপতী। আর সেই কারণেই ঢিলে-ঢালা পোশাক পড়েছেন বিদ্যা।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বিদ্যা। তার পরিবারের কেউও এই খবর নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।