বিমান থেকে ঝাঁপ দিয়ে বসলেন মধুমিতা সরকার! প্রকাশ্যে ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : বিমানে করে বেশ অনেকটাই আকাশে উড়লেন, তারপর সেখান থেকে ঝাঁপ দিয়ে বসলেন তিনি। সম্প্রতি, স্কাই ডাইভিং-এর এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

যাঁরা অ্যাডভেঞ্চার বিশেষ পছন্দ করেন না, তাঁরা অবশ্য ভিডিয়োটি দেখলে আঁতকে উঠবেন। আর যাঁরা অ্যাডভেঞ্চারপ্রেমী তাঁদের মনে হয়তবা ভিডিয়োটি দেখে অ্যডভেঞ্চারের নেশা চেপে বসবে। ভিডিয়োটি অবশ্য বেশকিছুদিন আগেকার। কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মধুমিতা। সেই সময়কারই ভিডিয়ো এটি। ভিডিয়োর ক্যাপশনে #goldcoastskydive #throwback #australia গুলি ব্যবহার করেছেন। 

আরও পড়ুন-সোহমের সঙ্গে ঘর বাঁধছেন ‘শ্রীমতি’ স্বস্তিকা

 8:46pm PST

প্রসঙ্গত, সম্প্রতি বড় পর্দায় ডেবিউ করেছেন মধুমিতা সরকার। মুক্তি পেয়েছে যীশু সেনগুপ্ত ও মধুমিতা সরকারের ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি। পরিচালক প্রতীম ডি গুপ্তার এই ছবিতে বোল্ড লুকে ধরা দিয়েছেন মধুমিতা। বড়পর্দার পাশাপাশি ‘The Judgement Day’ বলেও একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মধুমিতা। 

আরও পড়ুন- কঙ্গনার সঙ্গে প্রেম করছেন যীশু!