দর্পণ ডেস্ক :
একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন দক্ষিণ সুদানে ।
স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী জুবার জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ইরল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কুয়াশার মধ্যে অবতরণ করতে গিয়ে ২৩ আরোহীকে নিয়ে ছোট আকারের ওই বিমানটি জলাশয়ের মধ্যে বিধ্বস্ত হয়।
দক্ষিণ সুদান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি শিশুসহ বিমানটির মাত্র চার আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তথ্যমন্ত্রী আবেল অগুয়েক বলেন, বিমানটি গন্তব্যে পৌঁছানোর সময় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ছিল। অবতরণের সময় একটি জলাশয়ে এটি বিধ্বস্ত হয়।
তিনি জানান, কয়েকজনের মরদেহ নিয়ে গেছেন তাদের স্বজনরা। শহরজুড়ে শোক ছড়িয়ে পড়েছে। দোকানপাঠ বন্ধ হয়ে গেছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.