গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব’র প্রতিষ্ঠাকালীন
সদস্য ও জাতীয় দৈনিক সংবাদ’র সিনিয়র রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক ভজহরি
কুন্ডু’র ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে
সাতটায় স্থানীয় প্রেসক্লাবে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু’র সভাপতিত্বে স্মরন সভা মঞ্চে
অতিথির আসনে উপবিষ্ট ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের সাবেক
সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির,
সহ-সভাপতি জীবন কুমার মন্ডল। সভায় ভজহরি কুন্ডু’র বর্নাঢ্য তৃনমূল
সাংবাদিকতার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাংবাদিক গোফরান পলাশ, জসিম
পারভেজ, এসএম মোশারেফ হোসেন মিন্টু, এনামুল হক, বশির উদ্দীন বিশ্বাস,
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জীবন কুমার মন্ডল, হুমায়ুন কবির, বিপুল
চন্দ্র হাওলাদার, মেজবাহ উদ্দীন মান্নু প্রমূখ।

স্মরন সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডুকে সৎ, স্বচ্ছ, নির্ভীক
ও মফস্বলের তৃনমূল সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে উল্লেখ করে তার বিদেহী
আত্মার শান্তি কামনা করেন। এছাড়া পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে
তোলা সহ পারস্পরিক সম্পর্ক সমুন্নত রাখার আহবান জানান। এসময় কলাপাড়ায়
কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল সাংবাদিকরা বিশিষ্ট সাংবাদিক ভজহরি
কুন্ডু’র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন
করেন।