অনলাইন ডেস্ক :
রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাঠের উত্তেজনা দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যেও। এরইমধ্যে সামনে এলো চাঞ্চ্যল্যকর এক তথ্য। রশিয়া বিশ্বকাপের গ্যালারিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন যিনি, যাকে বলা হচ্ছিল বিশ্বকাপের সবচেয়ে আবেদনময়ী ফ্যান- এবার তার আসল পরিচয় জানা গেছে।

এ ব্যাপারে ব্রিটেনের দ্য সান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের গ্যালারিতে লাল-সাদা টপে সবার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিলেন যে নারী তার নাম নাতালিয়া নেমচিনোভা।

এদিকে সামাজিক গোয়েন্দারা খুব দ্রুতই ফাঁস করেছে তার পরিচয়-রহস্য। তার ফ্যান-আইডি জুম করে তার নাম বের করে গুগলে সার্চ করতেই জানা যায় নাতালিয়া আসলে একজন নীলছবির নায়িকা। বিভিন্ন পর্ন সাইটে তার নাম একাধিক; নাতালিয়া আন্দ্রেভা, অ্যানাবেল, আইশা, আমান্দা, ডেলিয়া জি বা ড্যানিকা।

পাশাপাশি পর্ন সাইটে নাতালিয়ার সম্পর্কে বলা হয়েছে, ২০১৬ সালে নীল ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর সফট ও হার্ড দুই ধরনের সিনেমাতেই দেখা গেছে তাকে।

তিনি ২০০৭ সালে ‘মিস মস্কো’ হয়েছিলেন। তবে নীলছবিতে একাধিকবার তাকে দেখা গেলেও ফুটবলপ্রেমী হিসেবে তার বেশ সুনাম রয়েছে।