দর্পল ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় সবার শীর্ষে উঠে এসেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার একটি জরিপ চালিয়েছে। প্রকাশিত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

ওই সংস্থাটি প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। এ বছর শীর্ষস্থান দখল করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। আর তৃতীয় স্থানে আছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের আগস্টে তুরস্কের প্রথম জনপ্রিয় প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান। এরপর ২০১৮ সালে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরদোগান ক্ষমতায় থাকার সময় তুরস্কে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংবিধান সংস্কার হয়। এ সময়ে বিশ্ব গুরুত্বপূর্ণ হিসেবে পুনরায় আবির্ভূত হয়েছে তুরস্ক। আর এসবই তাকে শীর্ষস্থানে নিয়ে গেছে।

সূত্র: ডেইলি সাবাহ

আমিনুর