অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের মিয়াকো চিও গত রোববার মারা গেছেন। মৃত্যুকালে মিয়াকো চিও`র বয়স হয়েছিল ১১৭ বছর ৮১ দিন।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিয়াকো চিও`র ১৯০১ সালের ২ মে জন্মগ্রহণ করেন। মিয়াকো গল্প করতে খুব ভালোবাসতেন। চারপাশের সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেন।
মিয়াকো চিও সুশি ও ইলের মতো জাপানের ঐতিহ্যবাহী খাবার খুব পছন্দ করতেন। তিনি ক্যালিগ্রাফি (এক ধরনের শিল্প) অনুশীলন করতেন। মৃত্যুকালে মিয়াকো চিও`র বয়স হয়েছিল ১১৭ বছর ৮১ দিন।
এর আগে ২০১৫ সালের এপ্রিলে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন মিসাও ওকাওয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১১৭ বছর। এরপরই চিইয়ো জাপান ও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তালিকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন।
উল্লেখ্য, জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে ১০০ বছরের বেশি ৬৯ হাজার ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে নয় হাজার পুরুষ এবং ৬০ হাজার নারী।