অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম নিশি (২১) পৌরশহরের কাশিমবাজার ফকিরপাড়া এলাকার বাসিন্দা কুতুব আলীর ছেলে।

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ধর্ষণের শিকার ওই মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়।

এর আগে মেয়েটির মা শনিবার রাতে তানোর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, মনিরুল সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই মেয়েকে উদ্ধার ও মনিরুলকে গ্রেফতার করে পুলিশ।

তানোর থানার পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে গ্রেফতার মনিরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।