গন্তব্যে ফিরছেন শাবিপ্রবিতে আসা ঢাবির ভর্তিচ্ছুরা।

শনিবার (৪ জুন) সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতেও নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা। 

ভর্তি পরীক্ষা হবে আর সিলেটে বৃষ্টি হবে না এটা খুব কমই দেখা যায়। ভর্তি পরীক্ষার সময় সিলেটে বৃষ্টি হওয়া এটা যেন একটা চিরাচরিত নিয়ম। প্রায় প্রতিবছরই ভর্তি পরীক্ষার সময় দেখা যায় বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা আসেন পরীক্ষা দিতে। তাদের সাথে আসা অভিভাবকরাও বৃষ্টির কারণে পড়েন নানা ভোগান্তিতে। তারই প্রতিচ্ছবি দেখা গিয়েছে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (৪ জুন) সকালে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে বিভিন্ন যানবাহন দিয়ে শিক্ষার্থীরা আসেন ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে। অনেকেই আবার ক্যাম্পাসের প্রধান ফটকে নেমে হেঁটে হেঁটে পাড়ি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কিলো রোড। সকাল থেকেই বৃষ্টি থাকার কারণে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ও তাদের সাথে আসা অভিভাবকরা নানা সমস্যার সম্মুখীন হন।

জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূরীকরণে শহরের বিভিন্ন জায়গায় বাস সার্ভিস চালু রেখেছে। ক্যাম্পাসের ভিতরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। এছাড়া কেউ ভর্তি জালিয়াতি কিংবা পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি যাতে করতে না পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিকে কঠোর নজর রেখেছে।

সিলেট জেলা থেকে আগত শিক্ষার্থী শারমিন আক্তারের বাবা বলেন, বৃষ্টির কারণে মেয়েকে নিয়ে আসতে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস সার্ভিসের ব্যবস্থা রাখায় একটা ভালো উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষার্থীরা শহরে ঢুকেই বাস পেয়ে সহজেই ক্যাম্পাসে আসতে পেরেছে।

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী নাফিস শাহরিয়ার বলেন, আবহাওয়ার অবস্থা খারাপ দেখে মোটামোটি প্রস্তুতি নিয়ে এসেছি। তারপরেও বৃষ্টি থাকার কারণে কিছু সমস্যা হলেও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারায় খুবই ভালো লেগেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’, ‘বি’ এবং আইআইসিটি ভবনে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে সিলেটের চার জেলার সর্বমোট ৯৩৯ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে নি। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় গোল চত্বরে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তথ্য সহায়তা কেন্দ্র নামে টেন্ট স্থাপন করেছে। শিক্ষার্থীদের সুপেয় পানি, কলমসহ আনুষঙ্গিক জিনিসপত্র, অভিভাবকদের বসার জায়গাসহ শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা। এছাড়া ভর্তিচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছে দিতেও কাজ করেছে ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস।