আলিম সোহেল, সাভার প্রতিনিধি: নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্যতস্যতে পরিবেশে ভাঙ্গা চোরা মেশিনে,নোংরা ময়লা হাতেই তৈরি হচ্ছে বেকারি পন্য।সাভার হেমায়েতপুরে সরেজমিনে অনুসন্ধান করে আমানতশাহ বেকারিতে পাওয়া গেল এই চিত্র।বেকারি পন্যের নামে এখানে যা তৈরি হচ্ছে তা খেয়ে ইতিমধ্যেই এখানকার প্রায় অর্ধেকের বেশি মানুষ বিভিন্ন পেটের পীড়ায় আক্রান্ত।দেখার দায়িত্ব যে খাদ্য অধিদপ্তরের তারাও খুব একটা যে দেখছে তা বলা যাবে না কারন বহুদিন ধরেই কোন অভিযান পরিচালিত না হওয়ায় এখানকার বেকারি গুলো যেমনখুশি তেমনভাবেই খাদ্যদ্রব্য প্রস্তুত করছে।(চলবে)

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.