দর্পণ ডেস্ক : নির্মাতা বনি কাপুর কন্যা হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন। । সম্প্রতি মাইগ্রেনের ব্যথা তীব্র হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। আর বোনের এই অসুখের খবর শুনে শুটিং ফেলে ছুটে এলেন ভাই অর্জুন কাপুর।
বোনের অসুস্থতার সময় নেপালে ছিলেন অর্জুন। পরিচালক রাজ কুমার গুপ্তার ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। সেসময় অংশুলা অসুস্থ হলে তাকে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সূত্রের খবর, সেরে উঠছেন তিনি। ইতোমধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে অংশুলাকে।
অংশুলার অসুস্থতার খবর পেয়ে নেপালের শুটিং ছেড়ে বেরিয়ে আসেন অর্জুন কাপুর। এই প্রসঙ্গে অর্জুন বলেন, ‘অংশুলা এখন আগের চেয়ে সুস্থ আছে। তবে তার এখনো আরও বিশ্রামের প্রয়োজন। আমি যাতে কাজে মনোযোগ দিতে পারি সেজন্য সে আমাকে নানাভাবে বোঝানোর চেস্টা করে। কিন্তু আমি তাকে সামনে থেকে সুস্থ দেখতে চেয়েছিলাম।’
এদিকে হঠাৎ করে শুট থেকে চলে আসার কারণে পরিচালককে তিনি কথা দিয়েছেন ফিরে ডাবল শিফটে কাজ করবেন তিনি। এরপর অংশুলা সেরে উঠতেই শুটিংয়ে ফিরে যান অর্জুন। সামনেই মুক্তি পাচ্ছে তার ‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমাটি। ‘ইশকজাদে’র পর আবারও জুটি বাঁধলেন অর্জুন ও পরিণীতি চোপড়া। ইতোমধ্যে সিনেমার প্রচারণায় মনোযোগী হয়েছেন দুজনেই।