কুড়িগ্রাম

প্রতিকেজি ১ হাজার টাকা হিসেবে মাছটির দাম হাঁকা হচ্ছে আঠারো হাজার টাকা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ১৮ কেজি ওজনের মৃগেল ধরা পড়েছে। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে মিন্টু নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। 

কুড়িগ্রাম পৌর বাজারে মাছটি নিয়ে আসা বিক্রেতা মাইদুল জানান, মাছটি যাত্রাপুর ইউনিয়ন এলাকার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছিল। এ সময় উৎসুক জনতা মাছ‌টি দেখতে ভিড় জমায়।

মাইদুল আরও জানান, তিনি জেলে মিন্টুর কাছ থেকে মৃগেলটি বিক্রির জন্য কিনে নিয়েছেন। 

প্রতিকেজি ১ হাজার টাকা হিসেবে মাছটির দাম হাঁকা হচ্ছে আঠারো হাজার টাকা

তবে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছ‌টি বিক্রির জন‌্য বাজা‌রে অপেক্ষমাণ ছিল।