দর্পণ ডেস্ক : রাশিয়া স্থানীয় সময় বুধবার বলেছে, তারা ইউক্রেনে ‘ক্রিসমাস যুদ্ধবিরতি’ সম্পর্কে কোনো প্রস্তাব পায়নি। প্রায় ১০ মাস যুদ্ধের পর রাশিয়াকে এই সপ্তাহে শান্তিচুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে, বড়দিনের মধ্যে রাশিয়াকে সৈন্য প্রত্যাহার শুরু করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বড়দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে কি না? উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘না, কারো কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব আসেনি। এই বিষয়টি আলোচ্যসূচিতেই নেই। এ ব্যাপারে মস্কো আরো জানায়, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার কাছে ভূখণ্ড হারানোর বিষয়টি মেনে নিতে হবে। এদিকে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, বড়দিন উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা নেই। প্রতিবেদনে আরো বলা হয়েছে, একজন আমেরিকানসহ কয়েক ডজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, দুই পক্ষের মধ্যে কিছুটা যোগাযোগ রয়েছে। কিন্তু বর্তমানে যুদ্ধের অবসান ঘটাতে কোনো ধরনের আলোচনা তারা করেননি। স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো শান্ত পরিস্থিতি নেই। রুশ হামলার শিকার শহরগুলোতে এখন শুধু ধ্বংসাবশেষ আর গর্তগুলোই থেকে যাচ্ছে।’ সামরিক বিশ্লেষকরা বলছেন, শীতকালীন অচলাবস্থা শুরু হতে পারে। কারণ পূর্ব ইউক্রেনীয় অঞ্চল ডনেটস্কে, রাশিয়ান বাহিনী বাখমুত শহরটি দখল করতে প্রচণ্ড চাপ দিয়ে যাচ্ছে। পেসকভ স্থানীয় সময় মঙ্গলবার বলেছিলেন, জেলেনস্কি বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত কিয়েভের সঙ্গে কোনো শান্তির সমঝোতা হবে না। সূত্র : এনডিটিভি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.