নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্লাবের ক্রীড়ামোদী তরুণদের মাঝে ড্রামসেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সুরাইয়া আক্তার কলি ও উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫টি ড্রামসেট, ১০ সেট জার্সি, ২৫ সেট ক্রিকেট সামগ্রী ও ১৫০টি ফুটবল বিতরণ করা হয়।