দর্পণ ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের দুই সেশন শেষ হয়ে গেছে। ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ধরে রেখেছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরি আর ডেভন কনওয়ের চমৎকার ব্যাটিংয়ে তরতর করে বাড়ছে তাদের রান সংখ্যা। ঘাসে ভরা উইকেটে প্রত্যাশিত টস জিতেও বাংলাদেশের পেসাররা কন্ডিশন কাজে লাগাতে পারছেন না। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১ উইকেটে ২১১ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়ং। প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা স্বাগতিকদের কোনো চ্যালেঞ্জ জানাতে পারেননি। তাই ওপেনিং জুটি হয়ে যায় ১৪৮ রানের। ১১৪ বলে ৫ চারে ৫৪ রান করে শরিফুল ইসলামের শিকার হয়েছেন উইল ইয়ং। এরপরই ১৩৩ বলে ১৭ বাউন্ডারির সাহায্যে তিন অঙ্ক স্পর্শ করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। এটি তার ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। ৫২.১ ওভারে কিউইদের স্কোর দুইশ ছাড়ায়। ক্রাইস্টচার্চের এই ভেন্যুতে বাংলাদেশ এর আগে একটি টেস্ট খেলেছিল। ২০১৭ সালের সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। প্রথম ইনিংসে সৌম্য সরকার ৮৬ আর সাকিব আল হাসান ৫৯ করেছিলেন। এবার দুজনের কেউই দলে নেই। ২০১৯ সালেও এই ভেন্যুতে আরেকটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু সেই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর একটি বলও মাঠে গড়ায়নি। টেস্ট বাতিল করা হয়। এছাড়া এই ভেন্যুতে বাংলাদেশ তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছে। সবগুলোতেই পরাজয় বরণ করতে হয়েছে।