উল্টো পথে চলছিল তামিম ইকবালের ক্যারিয়ার। ব্যাটে ছিল না রান। অ্যাংকরিং-সাপল করে খেলছিলেন। সেট হয়ে যাওয়ার পর আবার আউট হয়ে যাচ্ছিলেন। তামিম আবার অফ ফর্মে নেই বলে সোমবার জানিয়ে গেছেন ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি। সঙ্গে তামিমকে তার ব্যাটিংয়ের ধরণ নিয়ে দেন কিছু দায়ও।
তামিম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেললেন দেশসেরা ও ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস। তার ১৩৬ বলের ইনিংস সাজানো ২০ ছক্কা ও ৩ ছক্কায়। ১৭ মাস পরে সেঞ্চুরি পাওয়া তামিম প্রথম ইনিংস শেষে টিম ম্যানেজমেন্ট ও তার সতীর্থদের ভরসা রাখার জন্য ধন্যবাদ দিলেন।
তামিম বলেন, ‘ভালো ব্যাটিং করেছি। আমি টিম ম্যানেজমন্ট ও আমার সতীর্থদের ভরসা রাখার জন্য ধন্যবাদ দেব। আমি বলে খুব ভালো শট নিতে পারছিলাম। সেভাবেই তাই খেলে গেছি। শুরুতে সেট হয়ে যাওয়ায় ভাগ্যবান ছিলাম। পরে ইনিংসটা এগিয়ে নিয়ে গেছি। আমি শুধু সোজা ব্যাটে খেলে যাওয়ার চেষ্টা করেছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাট করা দলের পরিকল্পনা নিয়ে তামিম বলেন, ‘দলের প্রথম পাঁচজনের অন্তত একজন ৪০ ওভার পর্যন্ত খেলবে এমন পরিকল্পনা ছিল। অবশ্যই দিনটা আমার ছিল। এছাড়া মুশফিক ভাই ভালো ব্যাটিং করেছেন। এখন বাকিটা বোলারদের হাতে। দলে ভালো বোলার আছে। সুতরাং বলেও ভালো হবে আশা করছি।’