দর্পণ ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরইমধ্যে অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। তার অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এদিকে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি অন্তর্জালে উষ্ণতা ছড়াচ্ছে, যা এখন ভাইরাল। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, রাশমিকার পরনে কালো রঙের শিফনের শাড়ি আর নুডলস স্ট্র্যাপ ব্লাউজ। কানে দুল, ব্যাঙ্গেল, আংটি, কপালে রূপালী টিপ। সেইসঙ্গে হালকা মেকআপ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক-এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী। তাছাড়া ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশমিকার।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.