অনলাইন ডেস্ক :
ভারতীয় বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তাঁর জন্ম ১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে)। তার বাবা ছিলেন নামকরা চিকিত্সক।
উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন প্রতিবেদক হিসেবে কুলদীপ নায়ার কর্মজীবন শুরু করেন, যদিও তিনি লেখাপড়া করেছেন আইন শাস্ত্রে।
তিনি নিজেকে ভারতীয় মনে করার চেয়েও বেশি মনে করতেন উপমহাদেশীয়। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চেয়েছিলেন।
ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যান সম্পাদনা করেছিলেন কুলদীপ নায়ার। তিনি ছিলেন সেইসব সাংবাদিকদের একজন, যারা সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারির বিরোধিতায় সরব হয়েছিলেন। এ জন্য তাকে কারাগারেও যেতে হয়েছিল।
কুলদীপ নায়ারের কলাম ‘বিটুইন দ্য লাইন’ দেশ-বিদেশের ১৭টি ভাষার ৮০টি পত্রিকায় ছাপা হয়। তাঁর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনস’ বা সীমার ওপারে।