ভারতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৬ জন ইতালীয় পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মতে, এ নিয়ে মোট ২৮ জন ভারতীয় এই ভাইরাসে আক্রান্ত হলেন।

এর আগে ভারতে আসা ২১ জন ইতালিয় পর্যটকের মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এই সন্দেহে দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্রে রাখা হয়েছিল তাদের। পরে তাদের শারীরিক পরীক্ষা করে করোনাভাইরাসের টেস্ট পজিটিভ হয়েছে দেখা যায়। খবর এনডিটিভির

গত মাসে ২৩ জন ইতালিয় পর্যটকের ওই দল দিল্লিতে আসেন। তারপরে রাজস্থানে বেড়াতে যান তারা। 

গত মঙ্গলবার সেখানকার জয়পুরে এক পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।  ওই ইতালীয় পর্যটকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় এ নিয়ে ভারতে গত কয়েকদিনে করোনায় আক্রান্ত হওয়ার তৃতীয় ঘটনা ঘটে। 

করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০১ জনে। বুধবার পর্যন্ত শুধু চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮১ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৮০১ জন। 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের আতঙ্ক প্রসঙ্গে সবাইকে বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি।