সমানতালে খেলেও ভাগ্যের জোরে ডেনমার্কের কাছে হেরে গেছে পেরু। শনিবার সি গ্রুপের এই ম্যাচে ড্যানিশরা জয় পেয়েছে ১-০ গোলে। মাঠে বলের নিয়ন্ত্রণ, গোলের সুযোগ সব দিক দিয়েই পেরু কিছুটা হলেও এগিয়ে ছিল ডেনমার্কের থেকে। কিন্তু গোলের খেলা ফুটবলে ডেনমার্কই ভাগ্যের জোরে পেয়ে গেছে গোল। খেলার ৫৯ মিনিটে একমাত্র গোলে ডেনমার্ককে জয় এনে দেন ইউসুফ পুলসেন। মাঝমাঠের একটু ওপর থেকে আক্রমণে ওঠা ক্রিস্টিয়ান এরিকসন শেষ মুহূর্তে এসে বল বাড়ান বাঁ দিকে থাকা ইউসুফকে। আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পেরুর দুর্ভাগ্য অবশ্য তারা প্রথমার্ধেই একটি পেনাল্টি মিস করে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি আদায় করেছিলেন ক্রিস্টিয়ান কেভা। তাকে ফেলে দিয়েছিলেন ইউসুফ পুলসেন। রেফারি পেনাল্টির দাবি প্রথমে নাকচ করলেও ভিডিও রেফারিং অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পেনাল্টি পায় ডেনমার্ক। সেই পেনাল্টি নিয়ে কেভা বল পাঠিয়ে দিয়েছেন গোলপোস্টের উপর দিয়ে। পরে পেনাল্টি দেওয়া সেই পুলসেনই গোল করে জিতিয়েছেন ডেনমার্ককে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.