গ্রীন ডেল্টা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উইং কমান্ডার নাসরিন সুলতানা সিদ্দিকা, পিএসসি ও দেশের একমাত্র নারী ট্রেন চালক সালমা খাতুন

ভিন্নমাত্রার আয়োজনে এই বছর নারী দিবস পালন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি (জিডিআইসি)। এই বছরের নারী দিবসের থিম ছিল হ্যাশট্যাগ EachforEqual। 

এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) মহাখালীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নারী কর্মীদের জন্য দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিল- বিনা খরচে গাইনকোলজিস্টের পরামর্শ, হাড়, চুল, ত্বক ও ডেন্টাল চেক-আপ, ইয়োগা সেশনসহ ‘‘আমাদের কথা বলি’’-এর মতো বিভিন্ন ধরনের কার্যক্রম। 

উল্লেখ্য, ‘‘আমাদের কথা বলি’’ গ্রীন ডেল্টা মহিলা ফোরামের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। প্রতি বছর নারী দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়।     

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, “এই জাতীয় অনুপ্রেরণাদায়ী নারীদের সঙ্গে প্রথম সাক্ষাৎকার এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই জিডিআইসি-তে নারীদের উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবে।”

এ বছর ‘‘আমাদের কথা বলি’’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উইং কমান্ডার নাসরিন সুলতানা সিদ্দিকা, পিএসসি ও দেশের একমাত্র নারী ট্রেন চালক সালমা খাতুন। 

অনুষ্ঠানে জিডিআইসির নারী কর্মচারীরা ছাড়াও ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা এমডি নাসির এ চৌধুরী, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মিসেস খুরশিদা চৌধুরী, পরিচালক শামসুন নাহার বেগম চৌধুরী এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।