ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।

একটি রিট আবেদনে জারি করা রুলটি যথাযথ ঘোষণা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।

রায়ের পর নূরের আইনজীবী সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নূরকে পাসপোর্ট দিতে বলেছেন আদালত।

মহসিন রশিদ আরও জানান, গত বছরের ২০ অক্টোবর পাসপোর্ট করতে দিয়ে নির্ধারিত সময়ে না পেয়ে হাইকোর্টে রিট করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।