গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ।

বুধবার সকালে মোস্তাক আহমেদ সমকালকে এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কমিটি ভেঙে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজকের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হবে।

তিনি বলেন,  দুই সদস্যের আহ্বায়ক কমিটিতে ড. কামাল হোসেনকে আহ্বায়ক এবং রেজা কিবরিয়াকে সদস্য সচিব করা হবে। পরে এ কমিটিতে আরো সদস্য যোগ করা হবে।

মোস্তাক আহমেদ আরও বলেন, দলের বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় কমিটি ভেঙে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে।