লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি:  আজ ১৬ নভেম্বর বিকেল ৪টায় ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এর ডাকবাংলোয় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মোঃ শাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সরকার, সাবেক ভিপি মোঃ সাইফুল ইসলাম, আব্দুল লতিফ, মোঃ মস্তোফা, উপজেলা সেচ্ছাসেবকদল সভাপতি নিয়াজ মুর্শেদ আঙ্গুর, পৌর সেচ্ছাসেবকদল সভাপতি মোঃ হাবিবুর রহমান, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, সহ-সভাপতি আরিফুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি জোবায়ের আল মাহমুদ আফজাল, সাধারণ সম্পাদক শহিদুল হক ইমন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদল সভাপতি আলহাজ্ব মোঃ সজীব আহমেদ,পৌর যুবদল সভাপতি হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ আরমান, পৌর ছাত্রদল সভাপতি মাসুদ মোল্লা, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, হাজী আসমত কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক পাভেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত কর্মীসভা সার্বিক পরিচালনা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ মজিবুর রহমান।

এসময় আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান নেতৃত্বে ভৈরব থানার ওসি তদন্ত মোঃ বাহালুল খান সহযোগীতায় ভৈরব থানা পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ মহড়া ভৈরব পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উক্ত মহড়ায় অংশ নেন ভৈরব থানার সেকেন্ড অফিসার এস আই রাসেল মিয়া, এসআই আমজাদ হোসেন, অভিজিৎ,আনোয়ার হোসেন মোল্লা, মতিউজ্জামান, এ এসআই মস্তোফা, মাসুদ রানা প্রমূখ।