দর্পণ ডেস্ক :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পৌনে দুই লাখ পিস ইয়াবাসহ এক নারী ও দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের কাছে তারা ‘মডেল’ হিসেবে দাবি করেন। ফটোশুট শেষে ঢাকায় ফিরছিলেন তারা।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- মডেল সুমাইয়া আক্তার (১৯), অভিনেতা অর্পণ দাশ (৩০) ও গাড়িচালক মো. শরীফ (৩২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিরহাট বাজারের কাছাকাছি চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালাই। এ সময় গাড়িতে থাকা যুবতী সুমাইয়া নিজেকে মডেল এবং অর্পণ নিজেকে অভিনেতা বলে পরিচয় দেন। তল্লাশি শেষে গাড়ি থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, আটক তিনজন কক্সবাজার থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন। কক্সবাজারে যাওয়ার কারণ হিসেবে ফটোশুটের কথা বললেও মূলত তাদের উদ্দেশ্য ছিল ইয়াবা পাচার।
বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরে জানানো হবে বলে জানান তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.