দর্পণ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হলেন। এছাড়া নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা।
সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে সংক্ষিপ্ত আয়োজনের শপথ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য হিসেবে তারা শপথ নেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ইমরান আহমদকে মন্ত্রী ও বেগম ফজিলাতুন নেসাকে প্রতিমন্ত্রী নিয়োগ করার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ি প্রেসিডেন্ট দুই জনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।
শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ হলেও দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ফজিলাতুন নেসাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।