দর্পণ ডেস্ক :
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আশুরা পালিত হয়েছে। আশুরা বা ১০ মহররমের এ দিনে কারবালার মরু প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন হজরত হোসেইন (আ.) এবং তাঁর ৭২ জন সাথী।
শুক্রবার সকাল সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। একই সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশীবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও মিছিল বের হয়। বেলা ১টায় ধানমন্ডি লেকের প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শোক মিছিল। মিছিলটি যখন ধানমন্ডির প্রতীকী কারবালা প্রান্তরে এসে পৌঁছে তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বিশ্ব শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা।