স্বপন বিশ্বাস, শালিখা মাগুরা প্রতিনিধিঃ হঠাৎ করে মাগুরায় বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা ।১২ মে মাগুরায় নতুন করে ৪ জনের পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে৷ এর মধ্যে ১ জন মোহাম্মদপুরের স্বাস্থ্যকর্মী এবং অন্য ৩ জন শালিখায় পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
এখন পর্যন্ত মাগুরাতে মোট করোনা সনাক্ত হয়েছে ১৫ জন। তার মধ্যে, সদর–৫ জন শ্রীপুর–৪জন শালিখা–৫ জন মোহাম্মদপুর -১জন মোট সুস্থ হয়েছেন-৩জন৷ সূত্র সিভিল সার্জন৷

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.