সিরাজগঞ্জ

প্রত্যেকটি মুদ্রার গায়ে রানি ভিক্টোরিয়ার ছবি রয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ব্রিটেনের রানি ভিক্টোরিয়া ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) উল্লাপাড়া পৌর এলাকার আকবর মৃধার বাড়ির পাকা ভবন নির্মাণে মাটি কাটার সময় মুদ্রাগুলোর সন্ধান পেয়ে তা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকৃত রৌপ্যমুদ্রার ৩টির গায়ের এক পাশে “ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি” এবং ২৯টির গায়ে “ওয়ান রুপি ইন্ডিয়া” ইংরেজিতে লেখা আছে। অপর পাশে প্রত্যেকটির গায়ে রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত, যার ১৩টির গায়ে “ভিক্টোরিয়া কুইন” ও ১৯টির গায়ের “ভিক্টোরিয়া এক্সপ্রেস” ইংরেজিতে লেখা আছে।

মুদ্রাগুলো ১৮৭৫ সালের সময়কার বলে জানিয়েছে পুলিশ। <strong>ঢাকা ট্রিবিউন</strong>

উদ্ধারকৃত প্রাচীন রৌপ্যমুদ্রাগুলো প্রত্নতাত্বিক সম্পদ বিধায় এগুলো আদালতের নির্দেশনায় সরকারি কোষাগারে জমা দেবার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া ব্রিটিশ সাম্রাজ্যের রানি ছিলেন। ১৮১৯ সালের ২৪ মে লন্ডনের কেনসিংটন (Kensington) প্রাসাদে তার জন্ম হয়।

১৮৩৭ এর জুনে রাজা চতুর্থ উইলিয়াম মারা যাওয়ার পর তিনি সিংহাসনে আরোহণ করেন।

ভারতে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাতিল করে এবং রানি ভিক্টোরিয়া ভারত শাসনের ভার নিজের হাতে তুলে নেন। ১৮৭৭ সালে ব্রিটিশ পার্লামেন্টে রয়েল টাইটেল অ্যাক্ট পাশের মাধ্যমে ভারতের সম্রাজ্ঞী হন রানি ভিক্টোরিয়া। ফলে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রানি ভিক্টোরিয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে অবস্থান করছে।

১৯০১ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান রানি।