মামলায় আরও ৩১জনকে অভিযুক্ত করা হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও ৩১জনকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শের-ই-বাংলা নগর থানায় মামলাটি করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি ঢাকা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটির অন্য ৩১ অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি।