দর্পণ ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। অসাধারণ এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরটির সেমিফাইনালও নিশ্চিত করল পল স্মলির শিষ্যরা। বুধবার কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। যেখানে আগের ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দল।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুর্শেদ আলী।
বিরতির পর ৭৪ থেকে ৭৭, তিন মিনিটের মধ্যে দুই গোল করেন মিরাজুল। আর ম্যাচের যোগ করা সময়ে পূরণ করেন হ্যাটট্রিক। পরে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী সোমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।