ছবি: সংগৃহীত

নাম প্রকাশ না করার শর্তে মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট রাজাপাকসে মালদ্বীপ থেকে একটি সৌদি বিমানে সিঙ্গাপুর রওনা হয়েছেন।

এর আগে, একটি সামরিক বিমানে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যান।

আরো পড়ুন: 

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশটির রাজধানী মালে থেকে নির্ধারিত সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হননি। যদিও বুধবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার রওনা দেওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত সমস্যার কারণে তারা ফ্লাইটে আরোহন করেননি।

আরো পড়ুন: 

অন্যদিকে, মালদ্বীপের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মালে থেকে সিঙ্গাপুরে পৌঁছাতে প্রেসিডেন্ট রাজাপাকসের জন্য একটি প্রাইভেট বিমানের ব্যবস্থা করার আলোচনায় চলছিল।