মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার খোলা নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রবিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা শোনান।

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। আমি তার দেশের ব্যবসায়ী প্রতিনিধিকে তার মাধ্যমে এখানে ব্যবসা করার প্রস্তাব দিয়েছি।’

বিডি-প্রতিদিন/মাহবুব